ক্রিকেটে দুর্ভাগ্যের সংখ্যা '৫৫৬'!
ইংল্যান্ডের বিপক্ষে মুলতানের সিরিজের প্রথম টেস্টের লজ্জাজনক এক হারের স্বাদ পেয়েছে স্বাগতিক পাকিস্তান। রেকর্ডের বন্যা বসিয়ে ইংলিশদের জয় যেমন স্মরণীয়, ঠিক তেমনই বাবর আজমরা অবিশ্বাস্য এক হারে গড়েছেন লজ্জার সব রেকর্ড। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বোধহয় প্রথম ইনিংসে ৫০০ করার পরেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস হারের গ্লানি।
তবে প্রথম ইনিংসে অপয়া সেই সংখ্যাটাই কি দুর্ভাগ্য বয়ে আনলো পাকিস্তানের জন্য?৫৫৬।যে স্কোর...