৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের!
পরাজয়ের আরও কাছে চলে গেল বাংলাদেশ। ৩ উইকেটে ৯১ থেকে ৯৪ রানে ৭ উইকেট! ৩ রানের ব্যবধানে একে একে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্দ, সাদমান ইসলাম, লিটন দাস ও সাকিব আল হাসান। এর তিনটিই নিয়েছেন রবীন্দ্র জাদেজা। অন্যটি আকাশ দীপ।
শুরুটা হয়েছিল শান্তকে দিয়ে। তার পরের ওভারেই ফেরেন সাদমান। এরপর জাদেজার টানা দুই ওভারে ফেরেন লিটন ও সাকিব। লিটন হন কট...