দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
এ ম্যাচে বাংলাদেশের পাওয়ার ছিল না কিছুই। তবে দুঃস্বপ্নের এক সিরিজ কাটানো টাইগাররা শেষ ম্যাচে পেতে পারতো আরও বড় লজ্জা। তবে খেলোয়াড়দের ছন্দফেরার দিনে তা আর পেতে হয়নি বাংলাদেশকে।দাপুটে জয়েই এড়াল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ লজ্জা।
মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর ওপেনিং তামিম-সৌম্যর শতরানের জুটিতে ১০ উইকেটের বড় জয় দিয়েই সিরিজ শেষ করল বাংলাদেশ।আগে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্র এদিন নয়...