ইউরোর প্রাথমিক দল ঘোষণা স্পেনের,নতুন মুখ ফেরমিন লোপেজ
ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোর বাকি আর মাত্র সপ্তাহ তিনেক।এরই মধ্যে দল ঘোষণা শুরু করেছে অংশ নিতে যাওয়া দেশগুলো।সোমবার জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রাথমিক দলে প্রাধান্য বেশি বার্সেলোনার খেলোয়াড়দের।এই মৌসুমে কোন শিরোপা না জিতলেও কাতালান ক্লাবটির পাঁচজন তারকা সুযোগ পেয়েছেন স্প্যানিশ দলে।পেদ্রি ও ফেরান তোরেস ছাড়াও এ তালিকায় আছেন...