ভারতীয় বক্সারকে নকআউট করে আপরাজিতই রইলেন ফ্রান্সের ফ্লোরেন্ট ডারভিস
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট `বেক্সিমকো এক্সবিসি ফাইট ৩.০` অংশ নেওয়া ২২ বক্সারের মধ্যে সবচেয়ে সেরা পরিসংখ্যান ছিল রাত।প্রফেশাল বক্সিংয়ে ৯ ম্যাচের সবকটিতেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে এসছিলেন ফ্রান্সের বক্সার ফ্লোরেন্ট ডার্বিস।বক্সিং রিংয়ে আরও একবার আধিপত্য দেখিয়ে নিজের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন এই টাইটেল বিজয়ী তারকা।
সুপার ওয়েল্টার ওয়েটে তার প্রতিপক্ষ ছিল ভারতের অভিষেক কুমার। ছয় রাউন্ডের এই বাউটে...