এসি মিলান ছাড়ছেন পিউলি
মৌসুম এখনও শেষ হয়নি। এরই মাঝে চলতি মৌসুম শেষে কোচ স্তেফানো পিউলির দল ছাড়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে এসি মিলান।
২০১৯ সালে এসি মিলানের কোচ হিসেবে নিয়োগ পান পিউলি। তার কোচিংয়েই ২০১০-১১ মৌসুমের পর প্রথমবারের মতো মিলার লিগ শিরোপা জেতে ২০২১-২২ মৌসুমে। এছাড়া ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। তাই কৃতজ্ঞতা ফুটে উছেঠে ক্লাবের দেওয়া বিদায়ী বার্তায়।
“ক্লাবের সিনিয়র দলকে...