শিরোপা জিতিয়ে বরখাস্ত অ্যাল্লেগ্রি
দলকে শিরোপা জেতানোর পরও বরখাস্ত হলেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। ইতালিয়ান কাপ জয়ের দুই দিন পর অসদাচরণের দায়ে তাকে ছাঁটাই করেছে ইতালিয়ান জায়ান্টরা।
রোমে ইতালিয়ান কাপের ফাইনালে আতালান্তাকে ১-০ গোলে হারানো ম্যাচে মেজাজ হারিয়ে বসেছিলেন অ্যাল্লেগ্রি। শেষ দিকে ম্যাচ অশিফিয়ালের সঙ্গেক্ষুব্ধ আচরণ করেই থেমে থাকেননি তিনি। শিরোপা উৎসবের সময় জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গেও দ্বন্দে জড়ান অ্যাল্লেগ্রি। এই ঘটনার পর তদন্তের জন্য...