শিয়াওতেকের আরেকটি শিরোপা
সপ্তাহ দুয়েক আগে মাদ্রিদ ওপেনের ফাইনালে মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার লড়াইয়ে রোমাঞ্চ-উত্তেজনার কোনো কমতি ছিল না। এবার তার ছিটেফোঁটাও দেখা গেল না। আরিনা সাবালেঙ্কাকে সরাসরি সেটে উড়িয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন ইগা শিয়াওতেক। গতপরশু রাতে রোমের ফাইনালে ৬-২, ৬-৩ গেমে জেতেন বিশ্বের এক নম্বর তারকা। ২২ বছর বয়সী শিয়াওতেকের ক্যারিয়ারের ২১তম শিরোপা এটি।চার বছরের মধ্যে ইতালিয়ান ওপেনে এই...