বড় টার্গেটের পরেও লজ্জার হার,ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ
৩২১ রান স্কোরকার্ডে তুলে ফেলার পর মন্নে হচ্ছিল সিরিজের শেষটা অন্তত জয়ের সুখ স্মৃতি নিয়ে করতে পারবে বাংলাদেশ।পরিসংখানও দেখাচ্ছিল স্বপ্ন।সেন্ট কিটসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই।তবে সিরিজ জুড়ে বিবর্ণ বোলররা এত বড় টার্গেটও ডিফেন্ড করতে পারলেনা।আগ্রাসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতল অনায়াসে ড্র।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই...