৮০ বল ‘ফাও’ দেখলেন দর্শকরা
খেলাটা পাঁচ দিনের। তবে অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিসবেন টেস্ট কার্যত চার দিনে নেমে এসেছে। গতকাল প্রথম দিনে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। মুষলধারে বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি দুই দল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ১৫ ওভারের কম খেলা হওয়ায় টিকিটের টাকা ফেরত পাবেন দর্শক।
ব্রিসবেনের গ্যাবায় গতকাল দিনের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। তবে বৃষ্টি ছিল না...