উত্তর নেই শান্তর কাছেও
প্রভাত জয়াসুরিয়ার ব্যাটের কানায় লেগে প্রথম সিøপে সরাসরি ক্যাচ চলে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। তার হাত ফসকে চলে গেল শাহাদাত হোসেন দিপুর কাছে। ধরতে গিয়ে ভলিবলের মতো উড়িয়ে দিলেন এই তরুণ। এরপর সেই বল ধরতে ঝাঁপিয়ে চেষ্টা করলেন জাকির হাসানও। তিনিও ব্যর্থ। ক্ষণিকের জন্য ভলিবল ম্যাচে পরিণত হয়েছিল চট্টগ্রাম টেস্ট।
তবে শুরুর ওই এক ক্যাচই নয়, প্রথম ইনিংসেই সাতটি...