এমবাপের গোলে ফাইনালে উঠে এনরিকে বললেন, সঠিক পথেই আছি
কিলিয়ান এমবাপের একমাত্র গোলে রেনেকে পরাজিত করে ফ্রেঞ্চ কাপের ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিগ ওয়ানের আরেক দল লিঁও।
পার্ক ডি প্রিন্সেসের সেমিফাইনালে ৩৭ মিনিটে পেনাল্টি মিসের তিন মিনিট পর গোল করে দলকে জয় উপহার দেন এমবাপে। স্পট কিক থেকে তার শটটি রুখে দেন রেনে গোলরক্ষক স্টিভ মানডানডা। কিন্তু তিন মিনিট পর ফরাসি অধিনায়ক আর কোন ভুল করেননি। তার...