মাহমুদুল্লাহ-জাকেরের ঝড়ো জুটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ
ওপেনিং জুটিতে ভালো শুরুর পর দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ।দারুণ জুটিতে চাপে পড়া টাইগারদের হাল ধরলেন তানজিদ হাসান তামিমের ও মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরি পেলেন তারা দুজনেই।তবে মিরাজ একটু বেশি ধীর ছিলেন।ফলে শেষ থেকে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করানোর জন্য ঝড়ো জুটি দরকার ছিল বাংলাদেশের। সেটি আসে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলীর হাত ধরে।তাতে টাইগাররা পায় ভালো সংগ্রহ।
সেন্ট কিটসে রবিবার...