টি-টোয়েন্টি ইনিংসে ৩৭ ছক্কা ও ৩৪৯ রানের বিশ্ব রেকর্ড
স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ডময় এক দিন উপহার দিয়েছে রানোদা। ভানু পানিয়ার তাণ্ডবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে দলটি।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি সংস্করণ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বৃহস্পতিবার সিকিমের বিপক্ষে এই তাণ্ডব চালিয়েছে বারোদা। অনেকগুলো রেকর্ড গড়ে ৫ উইকেটে ৩৪৯ রান করে বারোদা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই এক ইনিংসে সংর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
গত অক্টোবরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে...