ইতিহাস গড়ে বিশ্বকাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে হকির যুব বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। গতকাল ওমানের রাজধানী মাস্কটে চলমান জুনিয়র এশিয়া কাপের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারনী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে এই কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।ম্যাচ শেষের ভেপ্যু বেজে উঠার সঙ্গে সঙ্গেই টার্ফে স্টিক উচিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের যুবারা। লাল সবুজের পতাকা নিয়ে ল্যাপ অব অনার দেন স্টেডিয়ামের টার্ফ...