অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল
ব্রিসবেন ওপেনের তৃতীয় রাউন্ডে খেলার সময়েই তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত তা সত্যই হলো। লম্বা সময়ের চোট কাটিয়ে রাফায়েল নাদালের টেনিস কোর্টে ফেরাটা সুখকর হয়নি। ব্রিসবেনে টেনিস কোর্টে নেমেই জয়ের মুখ দেখেছিলেন নাদাল। তবে তৃতীয় রাউন্ডে জর্ডান থম্পসনের সঙ্গে খেলার সময় মাংসপেশিতে চিড় ধরা পড়ে তার। এরপরেই জানানো হয় বছরের প্রথম গ্র্যান্ডসø্যাম মিস করতে চলেছেন এই স্প্যানিশ তারকা।
বিশ্ব টেনিস ইতিহাসের...