রোহিত-কোহলির রেকর্ডের ম্যাচে ভারতের রেকর্ড ৩৯৭
লুকি ফার্গুসনের বলে ডাবল নিয়েই লাফিয়ে মুষ্টিবদ্ধ ডান হাত ছুড়ে দিলেন আকাশে। ২২ গজের দাঁড়িয়ে যখন তিনি সেঞ্চুরি উদযাপন করছেন, মুম্বাইয়ের ওয়েংখেড়ের পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বিরাট কোহলিকে। জীবনসঙ্গিনী আনুশকা শর্মা থেকে ফুটবলের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম, কে নেই এই তালিকায়। আর ছিলেন জীবন্ত কিংবদন্তি শচিন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটের যে নক্ষত্রকে ছাড়িয়ে আকাশই এখন বিরাট কোহলির ঠিকানা।
আন্তর্জাতিক ওয়ানডে...