বায়ার্ন জুজু কাটলো না পিএসজির শিরোপা-স্বপ্ন আরো দীর্ঘায়িত হলো মেসির
কাজটা সহজ ছিল এমনটা বলা যাবে না। অ্যালিয়েঞ্জ অ্যারিনায় গিয়ে বায়ার্ন মিউনিখকে হারাতে হতো পিএসজিকে, সেটাও কমপক্ষে ২-১ ব্যবধানে। তবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সেই চ্যালেঞ্জে আরও একবার ব্যর্থ পিএসজি। পরশু রাতে গোলই করতে পারেনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেদের নিয়ে সমৃদ্ধ পিএসজি। ফলাফল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হারে প্যারিসের ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৩-০...