আফগানস্তানকে ৫৯ রানে গুটিয়ে পাকিস্তানের বিশাল জয়
স্পিনারদের আধিপত্যে প্রথমবার পাকিস্তানকে অল আউট করে জয়ের আশা জাগিয়েছিল আফগানিস্তান। কিন্তু হারিস রউফের অসাধারণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না তারা। আফগানদের মাত্র ৫৯ রানে গুটিয়ে বিশাল জয়ে সিরিজ শুরু করলো বাবর আজমের দল।
শ্রীলঙ্কার হাম্বানতোতায় মঙ্গলবার মন্থর ও নিচু বাউন্সের উইকেটে ৪৭.১ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাদের ১০ উইকেটের আটটিই নেন আফগান স্পিনাররা। প্রতিশোধটা পেস আক্রমণ দিয়ে নেয় পাকিস্তান।...