নারায়ণগঞ্জের সাবেক ওসি ও এসআইকে কারাগারে প্রেরণ
১২ মার্চ ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাককে আলোচিত মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে উল্লেখিত দুইজন আত্মসমর্পণ করলে বিচারক মো. আস সামস জগলুল হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী আনিসুর রহমান আলমগীর জানান, সোনারগাঁও থানার তৎকালীন ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক ২০১৮ সালের ১১ নভেম্বর সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে বাসা থেকে তুলে থানায় নিয়ে অমানসিক নির্যাতন চালায়। নির্যাতন করে ক্ষান্ত না হয়ে তারা জাহিদুল ইসলাম স্বপনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকিও দেন তারা।
তিনি আরও বলেন, পরে জাহিদুল ইসলাম স্বপন আদালতে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাক্ষী না দেওয়ার জন্য ওই দুই পুলিশ কর্মকর্তা আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। পরে এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করি। ওই মামলার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি ওসি মোর্শেদ আলম ও সাধন বসাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
অপর মামলার বাদী সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন বলেন, সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক আমার উপর যে অমানষিক নিযার্তন চালিয়েছিল এখনও তা মনে হলে ভয়ে আতকে উঠি। বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার আশা করি।
বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন বলেন, আমরা ২০২০ সালে হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ অনুযায়ি একটি মামলা করি। মামলাটি দায়েরের পর আদালত জুডিসিয়াল তদন্তের জন্য পাঠান। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি ওসি মোর্শেদ আলম ও সাধন বসাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে আসামীরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। পরে জামিনের মেয়াদ শেষ হলে আসামীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে উভয় পক্ষের শুনানিয়ান্তে আদালত সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাককে জেল হাজতে প্রেরণ করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান
টিসিবির তালিকায় আ'লীগের লোকজন বহাল থাকায় সাধারণ মানুষের ক্ষোভ
দৌলতখানে মা -মেয়েকে পিটিয়ে আহত
স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল সীমান্ত এক্সপ্রেস
কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক, কথাবার্তা অসংলগ্ন
জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশ্বকে প্রতিক্রিয়া জানাতে হবে : জেলেনস্কি
সার্বিয়ার রেলওয়ে স্টেশন দুর্ঘটনা,দুর্নীতির অভিযোগে প্রতিবাদ
রিকশা লীগ হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা
"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার
আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি