মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন
২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

ঈমানদারগণের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে ঈমানদার- মুসলমানদের আল্লাহ ওয়ালা বানানোর জন্য মুক্তাকি-পরহেজগার বানানোর জন্য। এ ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা হচ্ছে : হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পার। (সূরা বাকারা, আয়াত নং ১৮৩)। কুরআন ও হাদিসে রোজা রাখার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
‘যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্লেষণের সাথে রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যাবে’ (বুখারী : ২০১৪)। বেহেশতের একটি দরজা আছে,উহাকে রাইয়ান বলে।এ দ্বার পথে কিয়ামতের দিন কেবলমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে। রোজাদাররা ভিতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। অতঃপর এই পথে আর কেহই প্রবেশ করতে পারবে না। (বুখারী : ১৮৯৬)। উক্ত হাদিসদ্বয়ে রোজাদারদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নিয়ামত দানের কথা বর্ণিত হয়েছে।রোজাদারদের অনেকেই পানাহার ছেড়ে দেয়াকেই রোজা মনে করেন, পানাহার ছেড়ে দিয়ে নিজেদের রোজাদার মনে করে আত্মতৃপ্তিও লাভ করেন।
মনে রাখতে হবে,শুধু পানাহার ছেড়ে দিলেই রোজা হয় না।রোজা রাখা যেমন আল্লাহর আদেশ,রোজা রাখা অবস্থায় কিছু কাজ করা ও কিছু কাজ বর্জন করাও আল্লাহর আদেশ।ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা কুরআন ও হাদিসে বর্ণিত আদেশ সমূহ পালন করাই ধর্ম। আসলে ধর্ম হচ্ছে দু’টোর সমষ্টি- ১.পালন করা ও ২.বর্জন করার সমষ্টি। যে কেউ কুরআন ও হাদিসের আদেশগুলো পালন করে যদি নিষেধগুলো থেকে বিরত না থাকে তাহলে তা যেমন ধর্ম পালন হবে না,তেমনি আবার কেউ যদি নিষেধগুলো থেকে বিরত থেকে আদেশগুলো পালন না করে তাহলে তাও ধর্ম পালন হবে না,তবে তা হবে আংশিক ধর্ম পালন, মন-চাহি ধর্ম পালন।আংশিক ও মন- চাহি ধর্ম পালনে পরহেজগারীর আমেজ আর তৃপ্তি পাওয়া গেলেও নাজাত পাওয়া যাবে না, কারণ আংশিক মানেই ব্যর্থতা।
রমজান মাস হচ্ছে কুরআন ও হাদিসে বর্ণিত আদেশগুলো মেনে চলার যোগ্যতা অর্জনের এবং কুরআন ও হাদিসে বর্ণিত নিষেধগুলো বর্জনের প্রশিক্ষণের মাস। ঈমানদার- মুসলমান রোজা রেখে আদেশ পালনের যোগ্যতা অর্জন করলে এবং নিষেধ বর্জন করলে পরহেজগারী অর্জন করে আল্লাহ ওয়ালা হতে পারবে। কুরআন ও হাদিসের নিষেধ সমূহ বর্জন না করে রোজা রাখলে তা হবে ব্যর্থ রোজা।ব্যর্থ রোজা সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে : যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার আ’মল (কুরআন ও হাদিসে যা নিষেধ করা হয়েছে তা) ছাড়তে পারেনি তার খাদ্য ও পানীয় ত্যাগ করায় (রোজা রাখায়) আল্লাহর কোন প্রয়োজন নেই। (বুখারী : ১৯০৩)।
ঈমান ও ইসলামের মতো মহাসম্পদ লাভের পর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান পাওয়ার পরও ধর্ম পালনে কারো কারো উদাসীনতা,ধর্মীয় রীতিনীতি মেনে না চলা, রীতিমতো নামাজ না পড়া, রোজা না রাখা,একশ্রেণির মুসলমান পর্দা ঝুলিয়ে দিনের বেলায় পানাহারের ব্যবস্থার মূলে রয়েছে মুসলমানদের ‘নাবালকী ঈমান’’। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে-শুনে ঈমান আনার পরিবর্তে ঈমান ও ইসলামরূপী মহাসৌভাগ্য লাভ করেছেন জন্মগতভাবে এবং শৈশবে। শৈশবে কলেমা পড়লেও কলেমার মধ্যে কী স্বীকৃতি দিয়েছেন,আল্লাহর সাথে কী ওয়াদা করেছেন তা বুঝেননি,বুঝার চেষ্টাও করেননি, কেউ তা বুঝায়নি।
ঈমানদারকে কেন ‘ঈমান’ আনার জন্য আল্লাহ বলেছেন,তা নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। জেনে-বুঝে ঈমান আনতে হবে,কারণ যেন-তেন ঈমান আল্লাহর কাছে গ্রহণীয় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বর্ণনা করেছেন, রাসূল (সা.) বলেছেন, তোমাদের অন্তরের মধ্যে ঈমান পুরাতন ও জীর্ণ হয়ে যায়, যেমন পরিধেয় বস্ত্র পুরাতন ও জীর্ণ হয়। সুতরাং আল্লাহর নিকট দু’আ করতে থাকবে যেন তিনি ঈমান নবায়ন করে দেন। (হাকেম)। ধর্ম পালনে সব ধরনের জড়তা ও হীনমন্যতা দূর করে ঈমানী বলে বলিয়ান হওয়ার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য উপযুক্ত সময় মাহে রমজান।আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝে-শুনে ঈমানদার হওয়ার এবং ইমানের দাবি অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

মফস্বলে যারা সাংবাদিকতা করেন তারাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক -আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

৫০ শিশুকে কাপড় কিনে দিলো আখাউড়া প্রেসক্লাব

ফেনীতে জমিয়াতুল মোদার্রেছীনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারের দোসররা গুজব ছড়িয়ে সাধারন মানুষকে বিপদে ফেলছে - সেলিমুজ্জামান সেলিম

শরীয়তপুরে ঈদ-উল-ফিতর আগামীকাল

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

লাকসামে কেনা দামে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি

আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

ভূমিকম্পের পদধ্বনি, উচ্চ ঝুঁকিতে সিলেট, ঈদ আনন্দে শংকা !

অস্ত্র খুঁজতে গিয়ে নাটোরে ডিসির পুরোনো বাংলোর জঙ্গলে ১০০ বস্তা ব্যালট উদ্ধার

আপাও নাই ভোগান্তিও নাই', স্বস্তির ঈদ যাত্রায় খুশি নেটিজেনরা

যারা ৭১ কে মানে না, তাদেরকে আমরাও মানিনা: মাসুদ

মেসি গ্যালারিতে থাকায় নার্ভাস ছিলেন জোকোভিচ

সেনাবাহিনীর টইল গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত সিলেট হরিপুরে গ্রেফতারকৃৃত ৫ আসামী কারাগারে

জুলাই বিপ্লবে নিহত ডা. সজীবের অসুস্থ মাকে তারেক রহমানের অক্সিজেন কন্সান্ট্রেটরসহ ঈদ উপহার

পঙ্গুত্ববরণকারী যুবদল নেতার জন্য তারেক রহমানের ঈদ উপহার