মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন
২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

ঈমানদারগণের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে ঈমানদার- মুসলমানদের আল্লাহ ওয়ালা বানানোর জন্য মুক্তাকি-পরহেজগার বানানোর জন্য। এ ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা হচ্ছে : হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পার। (সূরা বাকারা, আয়াত নং ১৮৩)। কুরআন ও হাদিসে রোজা রাখার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
‘যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্লেষণের সাথে রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যাবে’ (বুখারী : ২০১৪)। বেহেশতের একটি দরজা আছে,উহাকে রাইয়ান বলে।এ দ্বার পথে কিয়ামতের দিন কেবলমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে। রোজাদাররা ভিতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। অতঃপর এই পথে আর কেহই প্রবেশ করতে পারবে না। (বুখারী : ১৮৯৬)। উক্ত হাদিসদ্বয়ে রোজাদারদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নিয়ামত দানের কথা বর্ণিত হয়েছে।রোজাদারদের অনেকেই পানাহার ছেড়ে দেয়াকেই রোজা মনে করেন, পানাহার ছেড়ে দিয়ে নিজেদের রোজাদার মনে করে আত্মতৃপ্তিও লাভ করেন।
মনে রাখতে হবে,শুধু পানাহার ছেড়ে দিলেই রোজা হয় না।রোজা রাখা যেমন আল্লাহর আদেশ,রোজা রাখা অবস্থায় কিছু কাজ করা ও কিছু কাজ বর্জন করাও আল্লাহর আদেশ।ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা কুরআন ও হাদিসে বর্ণিত আদেশ সমূহ পালন করাই ধর্ম। আসলে ধর্ম হচ্ছে দু’টোর সমষ্টি- ১.পালন করা ও ২.বর্জন করার সমষ্টি। যে কেউ কুরআন ও হাদিসের আদেশগুলো পালন করে যদি নিষেধগুলো থেকে বিরত না থাকে তাহলে তা যেমন ধর্ম পালন হবে না,তেমনি আবার কেউ যদি নিষেধগুলো থেকে বিরত থেকে আদেশগুলো পালন না করে তাহলে তাও ধর্ম পালন হবে না,তবে তা হবে আংশিক ধর্ম পালন, মন-চাহি ধর্ম পালন।আংশিক ও মন- চাহি ধর্ম পালনে পরহেজগারীর আমেজ আর তৃপ্তি পাওয়া গেলেও নাজাত পাওয়া যাবে না, কারণ আংশিক মানেই ব্যর্থতা।
রমজান মাস হচ্ছে কুরআন ও হাদিসে বর্ণিত আদেশগুলো মেনে চলার যোগ্যতা অর্জনের এবং কুরআন ও হাদিসে বর্ণিত নিষেধগুলো বর্জনের প্রশিক্ষণের মাস। ঈমানদার- মুসলমান রোজা রেখে আদেশ পালনের যোগ্যতা অর্জন করলে এবং নিষেধ বর্জন করলে পরহেজগারী অর্জন করে আল্লাহ ওয়ালা হতে পারবে। কুরআন ও হাদিসের নিষেধ সমূহ বর্জন না করে রোজা রাখলে তা হবে ব্যর্থ রোজা।ব্যর্থ রোজা সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে : যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার আ’মল (কুরআন ও হাদিসে যা নিষেধ করা হয়েছে তা) ছাড়তে পারেনি তার খাদ্য ও পানীয় ত্যাগ করায় (রোজা রাখায়) আল্লাহর কোন প্রয়োজন নেই। (বুখারী : ১৯০৩)।
ঈমান ও ইসলামের মতো মহাসম্পদ লাভের পর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান পাওয়ার পরও ধর্ম পালনে কারো কারো উদাসীনতা,ধর্মীয় রীতিনীতি মেনে না চলা, রীতিমতো নামাজ না পড়া, রোজা না রাখা,একশ্রেণির মুসলমান পর্দা ঝুলিয়ে দিনের বেলায় পানাহারের ব্যবস্থার মূলে রয়েছে মুসলমানদের ‘নাবালকী ঈমান’’। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে-শুনে ঈমান আনার পরিবর্তে ঈমান ও ইসলামরূপী মহাসৌভাগ্য লাভ করেছেন জন্মগতভাবে এবং শৈশবে। শৈশবে কলেমা পড়লেও কলেমার মধ্যে কী স্বীকৃতি দিয়েছেন,আল্লাহর সাথে কী ওয়াদা করেছেন তা বুঝেননি,বুঝার চেষ্টাও করেননি, কেউ তা বুঝায়নি।
ঈমানদারকে কেন ‘ঈমান’ আনার জন্য আল্লাহ বলেছেন,তা নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। জেনে-বুঝে ঈমান আনতে হবে,কারণ যেন-তেন ঈমান আল্লাহর কাছে গ্রহণীয় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বর্ণনা করেছেন, রাসূল (সা.) বলেছেন, তোমাদের অন্তরের মধ্যে ঈমান পুরাতন ও জীর্ণ হয়ে যায়, যেমন পরিধেয় বস্ত্র পুরাতন ও জীর্ণ হয়। সুতরাং আল্লাহর নিকট দু’আ করতে থাকবে যেন তিনি ঈমান নবায়ন করে দেন। (হাকেম)। ধর্ম পালনে সব ধরনের জড়তা ও হীনমন্যতা দূর করে ঈমানী বলে বলিয়ান হওয়ার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য উপযুক্ত সময় মাহে রমজান।আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝে-শুনে ঈমানদার হওয়ার এবং ইমানের দাবি অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

সল্ট-কোহলির ঝড়ে অন্যরকম শুরু বেঙ্গালুরুর

চ্যাম্পিয়ন বিকেএসপি

‘বিদেশি’ আনছে ভারতও!

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহে জমে উঠেছে ঈদের বাজার ক্রেতাদের ঝোঁক দেশি পোশাকে

সুশীল বিপ্লবীরা আ.লীগের পুনর্বাসন করতে চায় : রাশেদ খান

ধানমন্ডিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পেয়ে বিএনপি জয়লাভ করবে : কায়কোবাদ

আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৪ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে : মাহমুদুর রহমান মান্না

টিভিতে দেখুন

অমর একুশে হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

মোবাইল ফোন কেড়ে নেয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা নিহত

‘‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : নাসিরউদ্দীন পাটোয়ারী

৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন সাবিনারা

আর্জেন্টিনা ম্যাচে ‘বেকার’ আলিসনও

ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার কামনা