আন্দোলনে ২ঘন্টা অবরুদ্ধের পর ছাত্রলীগের সহায়তায় মুক্ত হলেন রাবি ভিসি
১২ মার্চ ২০২৩, ০৪:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষে প্রশাসনের গাফিলতি ও পুলিশ কতৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। ২ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহায়তায় মুক্ত হোন রাবি ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ২ ঘন্টা যাবত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পশ্চিম কোণে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
এর আগে ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করলে উন্মুক্ত আলোচনার জন্য শিক্ষার্থীদেরকে সাবাশ বাংলাদেশ মাঠে বসার আহবান জানান ভিসি। কিন্তু বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থল (বিনোদপর গেইট) গিয়ে আলোচনায় বসতে বলে। এতে তিনি সম্মত না হলে চারদিক থেকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকেন ভিসি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তার বাস ভবনে পৌঁছে দিয়ে আসেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। অনেক শিক্ষার্থীদেরকে হলে ফিরে যেতে দেখা যায়।
এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উত্তপ্ত করে তুলেন ক্যাম্পাস। এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগদান করছেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে ভিসির বাসভবনে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।
উল্লেখ, বগুড়া থেকে একটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নামের এক ছাত্র। যাত্রাপথে ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাস থেকে কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়।##
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’