খুলনার আদালত চত্বরে নির্যাতিতাকে বিয়ে করলেন অভিযুক্ত ধর্ষক
১৩ মার্চ ২০২৩, ০৫:৩১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম

খুলনার আদালত চত্বরে নির্যাতিতাকে বিয়ে করলেন ধর্ষক। বিয়ের পর ধর্ষণের দায় থেকে আসামিকে মুক্তি দেন আদালত। আজ সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ: ছালাম খানের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময়ে ওই নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতি দেন ওই আসামি।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। তার ২ টি সন্তানও রয়েছে। বড় সন্তান তার আগের স্বামীর বাড়িতে ছিল। ছোট সন্তানটি তার সাথে থাকত। আগের স্বামী তাকে ছেড়ে দিলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তিনি গৃহপরিচারিকার কাজ নেন। ২০২০ সালের ১৬ আগস্ট জনৈক রাজুর সাথে তার পরিচয় হয়। পরে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। রাজু ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। ছোট সন্তানকে নিয়ে লবনচরা থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকার জনৈক মো: আব্দুল গফ্ফারের বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। আসামি তার এবং সন্তানের ভরণপোষণ ও বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করত। রাজু একাধিকবার ওই নারীর সাথে শারিরিক সম্পর্কে মিলিত হয়। একপর্যায়ে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন। বিষয়টি রাজুকে অবহিত এবং বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রাজু তার কথায় কান না দিয়ে গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলার জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন চতুর রাজু তাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেছে। এটা জানার পর একাধিকবার তার সাথে যোগাযোগ করে ব্যর্থ হন তিনি। ২০২১ সালের ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজু ফোন করে তাকে আবারও গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে তিনি খুলনার লবনচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজুকে আসামি করে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি ফরিদ আহমেদ বলেন, আসামি রাজু গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছে। এর আগের কার্যদিবসে আসামি রাজু আদালতকে ওই নারীকে বিয়ে করা ও তার সন্তানের ভরণপোষণ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। আদালত সোমবার বিয়ের জন্য দিন ধার্য করেন। সকালে আদালত চত্বরে উভয় পরিবারের সম্মতিতে কাজী ডেকে এনে তাদের বিয়ে সম্পন্ন করেন। আদালত রাজুকে নির্যাতিত নারীর অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’