তারাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা
১৩ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৩:২৪ এএম

ময়মনসিংহের তারাকান্দায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
জানাগেছে,১৩ মার্চ(সোমবার) দুপুরে তারাকান্দা বাজারস্থ মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন ও মেসার্স জামান ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯,৩২(৩) ধারা লঙ্গনের কারণে ৪৬ ও ৪৮ ধারা অনুযায়ী ২ মামলায় ৪০ হাজার টাকা এবং সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৪৭ ধারা লঙ্গনের কারণে ৯০ ধারায় অপর ১ টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট(বিএসটিআই) ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃছানোয়ার হোসেনসহ,তারাকান্দা থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সদস্যগণ।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন