কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজিসহ দুই চোরাকারবাটি গ্রেফতার

Daily Inqilab কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার

১৩ মার্চ ২০২৩, ০৬:৪৫ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:২২ এএম

কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানান, রোববার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকে থাকা দুই লাখ ৩১ হাজার পিস ভারতীয় আতশজবাজিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলো- কুমিল্লার লাকসামের কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে মোঃ শফিক এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলিপুর (মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান।

মেজর সাকিব আরো জানান, চোরাকারবারিরা একটি ইজিবাইক ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারিরা চোরাচালানোর পদ্ধতির বিষয়গুলো স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে কুমিল্লা লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন