ফুলপুরে তেলবাহী লড়ির ধাক্কায় রিকসা চালক নিহত, যাত্রী আহত

Daily Inqilab ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

১৫ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

ময়মনসিংহের ফুলপুরে তেলবাহী লড়ির ধাক্কায় কামাল হোসেন (৫০) নামে এক রিকসা চালক নিহত হয়েছে। এসময় রিকসার অপর এক যাত্রী আহত হয়। বুধবার (১৫ মার্চ) বিকাল পৌনে ৩ টায় ফুলপুর উপজেলার কাড়াহা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কামাল হোসেন উপজেলার কাড়াহা গ্রামের খেজমত আলী ও হামিদা খাতুনের পুত্র।

জানা যায়, ময়মনসিংহ থেকে দ্রতগতিতে আসা তেলবাহী একটি লড়ি ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার কাড়াহা নামকস্থানে একটি রিকসাকে ধাক্কা দেয়। এতে রিকসা চালক কামাল হোসেন লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রিকসা যাত্রী উপজেলার বিহারাঙ্গা গ্রামের আব্দুল আজিজ (৩৬) গুরুতর আহত হয়। আহত আব্দুল আজিজকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফুলপুর থানা পুলিশ লড়িটি আটক করেছে। তবে তেলবাহী লড়ির চালক পালিয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইন শৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন