ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ফোনালাপ ভাইরাল
১৫ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৫:৩৯ পিএম

ঠিকাদারের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের টাকা লেনদেন সংক্রান্ত ফোনালাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (১৪ মার্চ) ‘সাথী খাতুন’ নামের একটা ফেসবুক আইডি থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের নামে দুই মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়।
অডিও ক্লিপে এইচ এম আলী হাসান ও মঈন নামের এক ঠিকাদারের টাকা লেনদেন সংক্রান্ত কথা শোনা যায়। তবে ফোনালাপটি সুপার ইডিটেড বলে দাবি করেছেন আলী হাসান। অডিওতে চারটি ফোনালাপ সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম কল রেকর্ডে ওই ঠিকাদার বলেন, ‘স্যার আজকে ওটা জমা দিয়ে দিলাম কালকে ওই টাকাটা ক্যাশ হবে। তো টাকাটা কোথায়, কখন প্লেস করবো আমাকে বললে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে নিতাম।’ এর উত্তরে আলী হাসান ৩টার সময় কুষ্টিয়া এসে টাকা দিতে বলেন। এরপর ঠিকাদার বলেন, ‘টোটাল চার লাখ টাকাই আমি সাড়ে ৪টার মধ্যে আমি পাব, সাড়ে ৫টার মধ্যে আমি আপনাকে দিতে পারব।’ এ সময় রেজিস্ট্রার বলেন, ‘ফোনে এগুলো বলার দরকার নেই।’
দ্বিতীয় ফোনালাপে ঠিকাদার রেজিস্ট্রারকে বলেন, ‘ওটা (টাকা) ৫টার দিকে মনে হয় পাবেন।’ তখন তিনি আবারো অর্থ লেনদেনের বিষয়টি ফোনে না বলার ব্যাপারে সতর্ক করেন। এছাড়া তৃতীয় ফোনালাপে টাকার বিষয়ে কাজ হয়েছে কিনা তা ঠিকাদারকে জিজ্ঞাসা করেন রেজিস্ট্রার। তখন ঠিকাদার জানান, তিনি এখনো ব্যাংকে আছেন, কাজ শেষ হলেই তাকে (রেজিস্ট্রার) জানাবেন।
আরেকটি ফোনালাপে রেজিস্ট্রার ঠিকাদারের কাছে টাকার অবস্থা ও আর কতক্ষণ লাগবে তা জানতে চান। এ সময় ঠিকাদার আরো আধাঘণ্টার মতো লাগবে বলে রেজিস্ট্রারকে কোথাও বসে চা খেয়ে একটু অপেক্ষা করতে বলেন। ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছে বলে ঠিকাদারকে তাগিদ দেন রেজিস্ট্রার। পরে শেষ ফোনালাপে রেজিস্ট্রার ঠিকাদারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি অল্প একটু অপেক্ষা করেন, আসতেছি। ব্যাগে ভরতেছি (টাকা), প্লিজ একটু রাখেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
এদিকে অডিওটি ‘নিজের না’ বলে দাবি করে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। জিডিতে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক পদে থাকা অবস্থায় বিভিন্ন ঠিকাদারদের সাথে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্মাণকাজে জড়িত লোকের সাথে আমাকে কথা বলতে হয়েছে। কিন্তু ভাইরাল হওয়া অডিওটির মত এ ধরনের কোনো আর্থিক লেনদেনের আলাপ প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে থাকা অবস্থায় হয়নি।’
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য প্রতিনিধিকে নিয়ে এক টেবিলে মির্জা ফখরুলের ইফতার

যারা চট্টগ্রাম বন্দরকে একসময় কাউন্ট করতো না, তারা চট্টগ্রাম বন্দরে এখন বিনিয়োগ করতে চায় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চীনের আধুনিকায়ন বিশ্ব উন্নয়নে নতুন পথ দেখিয়েছে

গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

ডলারের দাম বেড়েছে, রপ্তানিতে মিলবে ১০৫ টাকা

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের বোর্ড সভা অনুষ্ঠিত

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেপ্তার করলো রাশিয়া

মারা গেলেন আত্মহত্যা চেষ্টা করা শেকৃবির সেই ছাত্রী

কাল খুলছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন

আমিরাতে রমজান মাসে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হাতেনাতে ধরতে পারলে পাঁচ হাজার দিরহাম জরিমানা ও তিন মাসের জেল

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি কুবি সাংবাদিক সমিতির

সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ

মতলবে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

আল্লামা শিব্বীর আহমদের দাফন সম্পন্ন

ইসরাইলে দূতাবাস স্থাপন করেছে আজারবাইজান

কোটালীপাড়ায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে তিনতলা ভবন নির্মানের চেষ্টা

সুনামগঞ্জে পৃথক দুটি মামলায় একজনের মৃত্যুদন্ড, দুই জনের যাবজ্জীবন

বাখমুতে প্রতিদিন ৫০০ সৈন্য হারাচ্ছে ইউক্রেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে: আইজিপি

সুপ্রিম কোর্ট বারে তলবি সভা নির্বাচনের নতুন তারিখ ১৪-১৫ জুন