আশুলিয়ায় পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

Daily Inqilab সাভার থেকে স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:২৫ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার ‘আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড’ কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হচ্ছে- কারখানার পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৭), পোশাক শ্রমিক মো: রাকিব (২৪) ও মোহাম্মদ আলী (২৮)। তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

স্থানীয়রা জানায়, বিকেলে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার টিন সেড কারখানাটির সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু, কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী। কয়েক ঘন্টা পরে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে কারখানা কৃতপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে রাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
তিন জন মৃতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে কারখানার কর্মকর্তারা গাঁ ঢাকা দিয়েছে। তবে আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেনের সাথে মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসের কাজে বাহিরে আছি তবে ঘটনাটি শুনেছি।
এদিকে কারখানা ভাড়া দেওয়া টিনসেড ভবনটির মালিক মোক্তার মীরও এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন