বন্ধ থাকা হাসপাতালের ভবন নির্মাণ কাজ চালুর দাবিতে জামায়াতের মানববন্ধন
২০ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করে দ্রুত কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে জামায়াত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাসপাতাল এলাকায় লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নজীর আহমেদ, নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভবনের নির্মাণ কাজ আটকে গেছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রুপালি জিএম অ্যান্ড সন্স কনস্যুডিয়ামের হয়ে কাজটি করতেছে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম।
মানববন্ধনকারীরা বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। শয্যার অভাবে মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। সবসময় রোগীর চাপ থাকে। জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনের কার্যক্রম শুরু ব্যবস্থা করতে হবে। আগামি ১ মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে জামায়াত নেতা এডভোকেট নজীর আহমেদ বলেন, লক্ষ্মীপুর ছোট জেলা। তবে এ জেলায় ১৮ লাখ মানুষের বসবাস। চিকিৎসার জন্য এখানে ভালো কোন হাসপাতাল নেই। সদর হাসপাতালটি ১০০ শয্যার। জনসংখ্যা অনুযায়ী এটি অপ্রতুল। আরও ১৫০ শয্যার জন্য নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু এখনো তা শেষ হয়নি। এরমধ্যে নির্মাণ কাজ থমকে গেছে। এতে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের কার্যক্রম শুরু করার আহবান জানান তিনি।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, ভবনটির এখনো কাজ শেষ হয়নি। এজন্য আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। এনিয়ে গণপূর্ত বিভাগ আরও ভালো বলতে পারবেন। জামায়াতের মানবন্ধনের বিষয়য়ে জানা নেই।
এ ব্যাপারে লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগী প্রকৌশলী বিলাল হোসেন বলেন, ভবনের মূল বরাদ্দ ৬০ কোটি টাকা। ইতিমধ্যে ৫২ কোটি টাকার কাজ হয়েছে। করোনাকালীন সরকার সেখান থেকে ৮ কোটি টাকা ফেরত নিয়ে গেছে। ওই টাকাসহ বাড়তি বরাদ্দের জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। তা ফেলেই আমরা কাজ শুরু করবো।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা করেন। সে লক্ষ্যে ৩৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৬৪ টাকা ব্যয়ে ২০১৮ সালের ১২ জুন কাজ শুরু করে রুপালি জিএম অ্যান্ড সন্স কনস্যুডিয়াম। শুরুতে কাজের মেয়াদ ছিল ১৮ মাস। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়া ঠিকাদার মেয়াদ বৃদ্ধি করে। এতে ২০১৯ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৭ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। কাজের ব্যয়ও ৪ কোটি ৪৩ লাখ টাকা বৃদ্ধি করা হয়। সবশেষ কাজের সিভির অংশের ব্যয় ধরা হয় ৩৯ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা। কিন্তু তাও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। ফের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন মাসে ভবন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো তা বুঝে পায়নি স্বাস্থ্য বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা বলে পরিচিত। ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’