পটুয়াখালীর পাংগাশিয়ায় গনধর্ষনের ঘটনায় জড়িত পলাতক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী : নাহিদ ইসলাম
২০ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই-আগস্ট আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা অন্য সবাইকে উৎসাহী করেছিল এবং আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গিয়েছিল। জুলাই-আগস্ট বিপ্লবের পরবর্তীতে নারীদের নিরাপত্তা নিশ্চিত হতে হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে এ বিষয়ে আমরা আরও কঠোর অবস্থান নেওয়া সহ এবং অধিকতর দায়িত্বশীল হতে হবে।”
পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদের কন্যা গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া মেয়ে ও পরিবারের সাথে দেখা করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে মাইক্রোবাসে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি। নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।
নাহিদ ইসলাম আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনাই নয়, এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার আইন পরিবর্তনের জন্য যে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। তিনি পটুয়াখালীর পাঙ্গাশিয়া গ্রামে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের কন্যার গণধর্ষণের ঘটনার নিন্দার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত অন্য ধর্ষণকারীর গ্রেফতারের দাবি জানান।
প্রেস ব্রিফিং শেষে নাহিদ ইসলাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে, তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে নিহত পিতার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। এ সময় একই এলাকার মুন্সিবাড়ির কাছে পৌঁছলে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৭) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) ওই কিশোরীকে হাত-পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই দুই যুবক ধর্ষণের ভিডিও তাদের মোবাইলে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয় কিশোরীকে। পরবর্তীতে গত বুধবার কিশোরী থানায় গিয়ে ঐ দুই যুবকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ সাকিব মুন্সীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্য ধর্ষণকারী সিফাত মুন্সী পলাতক রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’