জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার আয়োজনে ইফতার মাহফিল
২০ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম

ভোলা জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার আয়োজনে ইফতার মাহফিল। মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন।
২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হল রুমে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারীর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এ সময় তিনি বলেন পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় পুনরায় দখলদার ইসরাইলের চালানো নৃশংস হামলায় একরাতে শত শত ফিলিস্তিনের সাধারন মানুষকে হত্যার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।
তিনি বলেন দির্ঘদিন ধরে বঞ্চনার শিকার ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির খবরে আশার সঞ্চার হয়েছে শিক্ষক-কর্মচারীরদের পরিবারের সকলেই এখন তাকিয়ে আছেন প্রধান উপদেষ্টার দিকে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই ঈদ উপহার হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এমপিওভুক্তির ঘোষণা করার দাবি জানান। দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে শিক্ষকদের নিজস্ব বৈশিষ্ট ভুলে গেলে চলবে না।
যারা নেপথ্যে জমিয়তের সমালোচনা করে তাদের উচিত মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) এর অর্জনসমূহ এবং বর্তমান সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে আদায়কৃত দাবীসমূহ নিয়ে গবেষণা করা। তাহলেই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সম্ভব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সিনিয়র সহ সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুছ ছামাদ,জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও মৌলভীর হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাংগঠনিক সম্পাদক ও রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, খলিফাপট্রি জামে মসজিদের খতিব ও মদিনাতুল উলুম মহিলা মিশন কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দীন,নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকসিস) ভোলা জেলা সেক্রেটারি ও কবি মোজাম্মেল হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা উপদেষ্টা ও মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান) ভোলা জেলা সেক্রেটারি ও উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা সভাপতি ও দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন, শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তর ভোলার সহকারী প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, উপ সহকারী প্রকৌশলী ভোলা সদর মোঃ মনির হোসেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী ও জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমীয়া রতনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান।
ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা ফয়জুল্লাহ, প্রধান ফকিহ আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানী, ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি ও পরানগঞ্জ দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, ভোলা জেলা ইমাম সমিতির সেক্রেটারি ও হোসাইনিয়া প্রিপারেটরী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্বাসউদ্দীন, ভোলা সদর উপজেলার একাডেমিক সুপার ভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, মৌলভীরহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মফিজুল ইসলাম, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আবু সুফিয়ান, ব্যংকের হাট কো-অপারেটিভ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহিববুল্লাহ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মোঃ হারুন, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও চরমাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও কুচিয়া মোড়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, দৌলৎখান উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও বাইতুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও সাফিয়া খাতুন দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ছাইফুল্লাহ, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সিনিয়র সহ সভাপতি ও গোলাকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, মনপুরা উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও অধ্যক্ষ মাওলানা মোঃ ফরহাদ হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান খান তালুকদার, দৈনিক ইনকিলাব ভোলা জেলা প্রতিনিধি মোঃ জহিরুল হক, দৈনিক প্রথম আলো ভোলা জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত উল্লাহ, দৈনিক ভোরের কাগজ ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইমাম হোসেন নাহিদ, আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস,আঞ্জুমানে মফিদুল ইসলাম ভোলা জেলার সদস্য হাফেজ মোঃ বনি আমিন প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণাঞ্চলের প্রবিন আলেমে দ্বীন ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমীন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’