গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে আহাদ ফকির ওরফে রাতুল (১০) নামে চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন ময়ছের মাতুব্বর পাড়ার বাসিন্দা কাঠমিস্ত্রী মিলন ফকিরের একমাত্র ছেলে।রাতুল গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেনীর কপোতাক্ষ শাখার ছাত্র।স্হানীয় সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় রাতুল বুধবার (৭ জুন) দুপুর ২ টার দিকে খেলাধুলা শেষে...