ভারত মহাসগরীয় অঞ্চলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে
ঢাকায় দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন এবং সিঙ্গাপুরের এস রাজারতœম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মরিশাসের প্রেসিডেন্ট এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সম্মেলনে যোগ দেন। এছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি অতিথি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে...