একাত্তরে পরাশক্তির দ্বন্দ্ব
আমাদের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে এবং যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, ফ্রান্স, চীন, সুইজারল্যান্ডসহ বহু দেশ এবং জাতিসংঘ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে কূটনৈতিক চ্যানেলে বহু চিঠিপত্র আদান প্রদান হয়েছিল। এই চিঠিপত্রের মধ্যে কোনটি মোস্ট কনফিডেন্টশিয়াল, কোনটি মোস্ট সিক্রেট হিসেবে প্রেরক দেশই চিহ্নিত করে দিয়েছিল। এসব চিঠিপত্রেই তাদের দ্বন্দ্ব পরিস্ফুট। সেসব চিঠিপত্র ও বৈঠকের বিবরণ এককথায় মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল। কোনো কোনো দেশ...