খেলাফতে রাশেদার মেয়াদ পূরণকারী পঞ্চম খলিফারূপে ইমাম হাসান (রা.)
হজরত আলী (রা.) এর শাহাদাতের পর, অধিকাংশ মুসলমান হজরত ইমাম হাসান (রা.) এর হাতে পঞ্চম খলিফা হিসাবে বয়াত করেন, যদিও হজরত আমির মোআবিয়া (রা.) ও তার অনুসারীরা ইমামের খেলাফতের বিরুদ্ধাচরণ করতে থাকেন। ইমাম হাসান (রা.) তার পূর্বসুরি চার খলিফার নীতি, আদর্শ, অনুযায়ী খেলাফত পরিচালনা করেছিলেন, কিন্তু হজরত মোআবিয়া (রা.) ও তার অনুসরীদের বিরোধিতায় যে অসন্তোষ দেখা দেয়, তার পরিণতিতে রক্তক্ষয়ী...