বিএনপি এখন কি করবে
সাম্প্রতিক সময়ে ‘ইউনূস সরকার পাঁচ বছর দরকার’ এমনকি কথা বা আওয়াজ ভার্চুয়াল জগতে ছড়িয়েছে। এ আওয়াজ বাস্তবেও পৌঁছেছে। অনেকের মধ্যে ভাবনার খোরাক যেমন হয়েছে, তেমনি দ্বিধারও সৃষ্টি হয়েছে। ঈদের দিন আমার এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম। আমার কাজিন কথায় কথায় বলল, ড. ইউনূস আরও থাকলে মনে হয় ভালো হয়, কি বলেন? জিজ্ঞেস করলাম, কেন এমন মনে হলো? উত্তরে বললেন, খারাপ তো...