শীতে বাত ব্যথা বাড়ে
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম

শীত এসেছে। বাতের রোগীরা আতঙ্কিত। ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না যে, বাত ব্যথা কী যন্ত্রণাদায়ক। বাত অস্থিসন্ধিতে হয়, মাংসপেশিতে হয় এবং শরীরের বিভিন্ন স্থানে হতে পারে। শিশু থেকে বৃদ্ধ সবাই এর শিকার হতে পারে। হাতের ও পারয়ের অস্থিসন্ধিতে ব্যথা ও জ্বালা-যন্ত্রণা। কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার হাত-পায়ের সন্ধি কখনো শক্ত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে প্রথম সমস্যা এটি। অস্বস্তি, জ্বালা-যন্ত্রণা ও ব্যথা। চিকিৎসক বলেছেন, আপনি রিউমাটয়েড আর্থাইটিস রোগে ভুগছেন। হয়তো দু-তিন মাস ধরে ভুগছেন। ডাক্তার ওষুধ দিয়েছেন। কিছুটা কমেছে, কিন্তু ভালো হয়নি। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার এন্টিবডি অস্থিসন্ধিতে আক্রমণ করেছে। অস্থিসন্ধির লালা কমে গেছে। বাতে আক্রমণ করলে অস্থিসন্ধি গরম, যন্ত্রণাদায়ক ও জ্বালা-যন্ত্রণা হয়। সকালে অস্থিসন্ধি আড়ষ্ট হয়ে যায়। কারণ, ওখানে এনজাইম ও রসায়ন কমে গিয়ে অস্থিসন্ধির পেশি ও হাড় দুর্বল হয়ে যায়। এ জ্বালা-যন্ত্রণা জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই এসময়ে বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা না করালে পঙ্গু হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা এ রোগের কারণ সম্পর্কে নিশ্চিত নন। তবে তারা ধারণা করেন, এর সাথে হরমোন ও পারিপার্শ্বিক অবস্থা দায়ী। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এটা বংশগত। গবেষকেরাও গবেষণায় দেখেছেন, এই রোগ বংশীয় বা জিনসংশ্লিষ্ট। ব্যাক্টেরিয়া ও ভাইরাস এর সাথে যুক্ত হয়ে এ রোগকে বাড়িয়ে দেয়। বাত ব্যথা বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদের বেশি আক্রান্ত করে। এখানে হরমোন বিশেষ ভূমিকা পালন করে। ধূমপান ও স্থূলতা এই রোগ বাড়ায়। বাত হঠাৎ করে আক্রমণ করতে পারে। প্রথম দিকে এক বা দু’টি সন্ধিতে এবং পরে সব সন্ধি আক্রমণ করতে পারে। জ্বালা-যন্ত্রণা হয়। কাউকে ধীরে ধীরে আবার কাউকে হঠাৎ আক্রমণ করে। তাই প্রাথমিক পর্যায়েই এর মোকাবেলা করা অত্যাবশ্যক।
যদি দেখা যায় অস্থিসন্ধি ফুলে গেছে এবং দুই সপ্তাহের মধ্যে কমলো না, অবিলম্বে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। কোনো রকম টেস্টে কিছু ধরা না পড়ে, তাহলে শারীরিক পরীক্ষা ও উপসর্গ বা লক্ষণ রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, ওটা রিউমাটয়েড আর্থাইটিস। নিশ্চিত হতে হাত, কব্জি পায়ের পাতা পরীক্ষা করতে হবে।
প্রাথমিক পর্যায়ে রোগীকে ব্যথা কমানোর ওষুধ দিতে হবে। এই লক্ষ্যে রোগীকে ব্যথা নাশক কিছু ওষুধ দেয়া যেতে পারে। এগুলো সব খওয়ার ওষুধ। তবে প্রয়োজনে ইন্জেকশও দেয়া হয়। এসব ক্রিয়া করতে কিছুটা সময় লাগে। তাই চিকিৎসকেরা অন্যান্য ড্রাগ দেন। ওষুধের সাথে সাথে হাঁটাচলা বা অঙ্গ চালনা প্রয়োজন। এক জায়গায় শুয়ে-বসে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে। ডাক্তার ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ দেন। অবশ্য দীর্ঘ দিন ব্যথানাশক ওষুধ ক্ষতিকর।
প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করা উচিত। এ ছাড়া, বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক বিভিন্ন রকমের ফিজিওথেরাপি নিলেও উপকার পাওয়া যায়। গবেষকদের মতে, হরেক রকম ফলমূল ও শাকসবজি খেলেও উপকার পাওয়া যায়। যেমন- আঙুর, রসুন, আদা, ব্রকলি, ওয়ালমাটস, স্পিনাক পাতা, হরেক রকম বেরিস ইত্যাদি খেলে উপকার পাওয়া যায়।
যথেচ্ছ খেতে পারেন-
* শাকসবজি, লতাপাতা, আটা ইত্যাদি।
* দধি, দুগ্ধজাত দ্রব্য যাতে চর্বি কম।
* ডিম খেতে পারেন।
* ননিবিহীন বা কম ননিযুক্ত দুধ খেতে পারেন।
* ৮ থেকে ১৬ গ্লাস পানি।
* শর্করা বা চিনি বা মিষ্টকারী দ্রব্য ছাড়া চা বা কফি পান করতে পারেন।
* নিয়মিত ব্যায়াম করবেন।
* মিষ্টবিহীন ফল খাবেন। রান্নায় অলিভঅয়েল ব্যবহারেও উপকার হয়। ওষুধ, জীবনযাপনের পরিবর্তন ও ব্যায়াম দ্বারা বাত নিয়ন্ত্রণ করা যায়। যখন ওষুধ, ব্যায়াম ও জীবনযাপনের পরিবর্তনে কোনো কাজ হয় না, তখন সর্বশেষ ব্যবস্থা হলো সার্জারি। অস্থিসন্ধির পরিবর্তন বা রিপ্লেসমেন্ট। এ ছাড়া এমন অবস্থার পরিবর্তন সম্ভব নয়।
মো: লোকমান হেকিম
চিকিৎসক-কলামিস্ট।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার