মোহাম্মদ মাহফুজউল্লাহ : এক সব্যসাচীর প্রতিকৃতি
কবিতা সবময়ই বিবর্তনশীল। কবিতার স্থিরাবস্থা বলে কিছু নেই। চর্যাপদের কবিরা যে-পদ্ধতি ও ভাষায় বাংলা কবিতার বিকাশ ঘটিয়েছিলেন, মধ্যযুগের কবিরা সে-রাস্তায় ছিলেন না কখনও। ভারতচন্দ্র রায়গুণাকর, সৈয়দ আলাওল, শাহ মহম্মদ সগীর হয়ে বাংলা কবিতা প্রথম আধুনিকতার পথে এসে প্রবেশ করে মধুসূদনের যুগে। মধুসূদনই বাংলা ভাষার প্রথম কবি, যিনি বাংলা কবিতায় আধুনিকতার বীজটি রোপন করেন। বাংলা কবিতার প্রকৃত মুক্তিদাতা মধুসূদন। কেবল কবিতা...