কুমিল্লার খাদি শিল্প
উৎসব এলেই, বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসবে খাদি কাপড়ের চাহিদা বেড়ে যায়। তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্য বয়সের সবার পছন্দের তালিকায় রয়েছে খাদি। পাঞ্জাবি ছাড়াও এখন খাদির শাড়ি, বিছানার চাদর, থ্রি-পিসও পাওয়া যাচ্ছে। অনলাইনের সুবিধায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে খাদি। অফ হোয়াইট রংয়ের মোটা কাপড়, ১৬ আনা দেশীয় সুতায় তৈরি মানসম্মত এ পোশাক। একবার পরলে...