আইপিএলে রেকর্ডের মালা গেঁথে হায়দরাবাদের ২৭৭ রান
২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের তুলোধুনা করে এই কীর্তি গড়েছেন হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মারা।
আসরের অষ্টম ম্যাচে বুধবার হায়দরাবাদের রাজিব গান্দি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে হায়দরাবাদ। আইপিএলে এর আগে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে ক্রিস গেইলের ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের বিশ্বংসী ইনিংসে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল ব্যাঙ্গালুরু।
ভয়ঙ্কর ক্লাসেনের জন্য জাসপ্রিত বুমরাহকে রেখে দিয়েছিলেন টস জিতে বোলিং নেওয়া রোহিত শর্মা। তার আগেই ধ্বংসযজ্ঞ ডেকে আনে হেড ও অভিষেক। ১৮ বলে ফিফটি করেন হেড। প্রথমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যা দ্রুততম ফিফটির রেকর্ড। একটু পরেই সেই রেকর্ড ভেঙে স্রেফ ১৬ বলে ফিফটি করেন অভিষেক। সেই তুলনায় ক্লাসেন শুরুতে ছিলেন ধীর। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ফিফটি স্পর্শ করেন ২৩ বলে। তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন স্রেফ ৩৪ বলে ৮০ রানে।
ইনিংসে ১৮ ছক্কার ৭টি করে মেরেছেন ক্লাসেন ও অভিষেক। অভিষেক ২৩ বলে ৬৩ রান করে আউট হন। ২৪ বলে ৩ ছক্কা ও ৯ চারে ৬২ রান করেন হেড। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এডেন মার্করাম।
রেকর্ড গড়ার পথে আইপিএলের চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটিও গড়েছে দলটি। ক্লাসেন ও মার্করামের অবিচ্ছিন্ন জুটি এনে দেয় ৫৫ বলে ১১৬ রান। এছাড়া এদিন হায়দরাবাদের চার ব্যাটার ৪৫ রানের বেশি রান করেছেন। যদিও এমন ঘটনা এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও চারবার ঘটেছে।
মায়াঙ্ক আগারওয়াল আফসস করতেই পারেন। ১৩ বলে তার ব্যাট থেকে আসে স্রেফ ১১ রান। তাদের ধারায় তার ব্যাটও কথা বললে টি-টোয়েন্টির ইতিহাসে হয়ত প্রথম ৩০০ রানের স্কোর দেখতে পেত ক্রিকেট বিশ্ব।
বোলারদের মধ্যে বুমরাহ দিয়েছেন কেবল ওভারপ্রতি দশের নীচে রান কিন্তু উইকেট পাননি।
জবাবটা অবশ্য ভালোই দিচ্ছে মুম্বাই। ৪.২ ওভারেই তারা তুলে ফেলেছে ১ উইকেটে ৬৬ রান। ১৩ বলে ৪ ছক্কায় ৩৪ রানের ঝড় তুলে থেমেছেন ইশান কিশান। ১১ বলে ৩ ছক্কায় ২৬ রান নিয়ে ব্যাট করছেন রোহিত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?