১০ জনের ৪ জনই রানআউট!
একজন-দুজন নয়! চার, চারজন রানআউট! তারা আবার ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের মধ্যে। অবিশ্বাস্য ব্যাপারই বটে! নেদারল্যান্ডসের ইনিংসে প্রথম চারজন ব্যাটারই রানআউট হয়েছেন লক্ষেèৗয়ে। ওয়ানডে ইতিহাসেই এর আগে ঘটেনি তা কখনো। অথচ ১১ ওভারে ৭২ রান এনে দুর্দান্ত শুরু পেয়েছিল ডাচরা। রানআউটে খেই হারিয়ে ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যাওয়া দলটি এরপর অলআউট হয়ে য়ায় ১৭৯ রানেই।
ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যানের জুটিতে ভালোই...