বাকশক্তির ব্যবহার, শৈথিল্য ও সীমালঙ্ঘন-১
‘তুমি বড় বেশি কথা বলো’, ‘অত কথা বলো না’, ‘অমুকে শুধু বকবক করে’Ñএ জাতীয় নানা বাক্যের সাথে আমরা পরিচিত। অন্যদের এ রকম বাক্য ব্যবহার করতে শুনি, নিজেরাও বলি। তার মানে অতিকথা। অহেতুক কথা বা প্রয়োজনের বেশি কথা আমরা পছন্দ করি না। কেউ পছন্দ করে না। যে ব্যক্তি নিজে বেশি কথা বলে অভ্যস্ত সেও অন্যের মুখে বেশি কথা শুনতে চায় না।...