সালাম : ভালোবাসার নির্মল সেতুবন্ধন
মানুষে মানুষে সৌহার্দ ও সম্প্রীতি সৃষ্টি এবং পারস্পরিক ঝগড়া-বিবাদ নিরসনে সালামের গুরুত্ব অপরিসীম। ঝগড়া-ফাসাদ ও পারস্পরিক অমিল মানুষের জীবনকে বিষময় করে তোলে। জীবনের স্বাচ্ছন্দ্যপূর্ণ গতিকে চরমভাবে ব্যাহত করে। অপরদিকে পারস্পরিক মিল-মুহব্বত ও প্রীতি ভালোবাসা মানুষের জীবনকে সুখ ও আনন্দে ভরে দেয়। জীবনের কঠিন মুহূর্তগুলোতেও হৃদয়-মনে শান্তি ও প্রশান্তির শীতল স্পর্শ দান করে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনকে একটি স্ন্দুর ও...