প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করা অপরিহার্য-১
আল কুরআনে ইরশাদ হয়েছে : ‘ওয়া জারু জাহিরাল ইছমি ওয়া বাত্বিনাহু’ অর্থাৎ (তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ পরিত্যাগ কর)। (সূরা আল আনয়াম : ১২০)। তত্ত্বকথা : ১. আরবি ইছমুন শব্দের অর্থ হলো গোনাহ, পাপ, অন্যায়, অনাচার, আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করা, ইত্যাদি। এই শব্দটি আল কুরআনে দু’টি রূপে সর্বমোট ৩১ বার ব্যবহৃত হয়েছে। যথা : (ক) ইছমুন রূপে ২১...