দুয়া : গুরুত্ব ও তাৎপর্য
দুয়া অর্থ প্রার্থনা করা, আপন রবকে একান্তে ডাকা; তাঁর সামনে নিজ সত্তাকে পেশ করা। নিজের প্রয়োজন, আরজি তুলে ধরা। দুয়া হলো মোনাজাত, প্রভুর সঙ্গে বান্দার একান্ত আলাপ। হাদিস শরীফে দুয়াকে বলা হয়েছে ইবাদতের মূল-মগজ। কারণ, দুয়ার মধ্যে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। এসময় বান্দা আল্লাহ ছাড়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে, সব উপায়-উপকরণকে পিছে ঠেলে একমাত্র দয়াময়...