মুসাফির অবস্থায় জুমার ইমামতি করা প্রসঙ্গে।
আলী ইমামইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : আমার বাড়ী থেকে শশুর বাড়ী মুসাফির প্রযোজ্য হওয়া দূর। মাঝেমধ্যে সেখানকার মসজিদে জুমার নামাজের ইমামের সমস্যা হয়। এমতাবস্থায় আমি কি সেই জামাতের ইমামতি করতে পারবো?
প্রশ্ন : পারবেন। কেননা, জোহর আপনার ওপর ফরজ। জুমাও জোহরেরই অন্যরূপ। নামাজও দু’রাকাত। সুতরাং মুসাফির ব্যক্তি স্থায়ী বাসিন্দাদের নিয়ে জুমা পড়তে পারেন।উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র...