প্রশ্ন : সন্তানের জন্মের পূর্বেই তার আকিকার নিয়ত পশু নির্দিষ্ট করে রাখা প্রসঙ্গে।
ওয়ালীউল্লাহ আলীইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : একজন পিতা তার সন্তান দুনিয়াতে আসার আগেই আকিকার জন্য একটা পশু রেখেছে। এরপর বাচ্চাটা দুনিয়াতে আসার পর মারা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে, এই পশু যেটাকে আকিকার নিয়তে রেখেছিল সেটার বিধান কি? উল্লেখ্য যে সন্তান সাতদিনের আগে অথবা পরে মারা গেলে কি হুকুম সেটাও জানাবেন।
উত্তর : সন্তান যদি জীবিত প্রসব হয়ে থাকে এবং আকিকা দেওয়ার...