সংসার
নইদ্যা ঘোড়ার পিঠকে আশ্রয় কইর্যা মহাজনী স্বাদ পায়বড়পুতের বড় সখ -লম্বা হবে ক্ষেতের আইল,বাড়বে চারদিক। মেজো আটকে গেছে পিরিতের গোয়ালেআগাইলে বাপ পর পিছাইলে মনের বাগানে বৈশাখী ঝড়।ছোটপুত-পাঠশালার গন্ধ নিতে পোশাকের ছন্দ খুঁজে অনুক্ষণ। তবু দিন শেষে কড়কড়ে নোটেবিবিজানের নোলক ঝলমলিয়ে ওঠে পুতের বউ ভাতের থালাপানদানিতে নকশা আঁকা চোখচান্দের লাহান ফকফকা সংসার।
বৃষ্টি তোমাকেগোলাম সরোয়ারশুনশান বৃষ্টির ঝিরি ঝিরি ছন্দেকচু পাতার মতো মেতে...