জরুল সাহিত্যে মুসলিম ঐতিহ্য
কাজী নজরুল ইসলাম বাঙালি জাতিসত্তার এক পরিপূর্ণ ও সচেতন মুখপাত্র। ভারতীয় উপমহাদেশের অনার্য সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারকে তিনি যেমন ধারণ করেছিলেন, তেমনি পারিবারিকভাবে ইসলাম ধর্মের ঐতিহ্যেরও ধারক ছিলেন তিনি। ফলে ভারতীয় এবং ইসলাম ধর্মের ভিত্তিভূমি মধ্যএশিয়া তথা আরব সংস্কৃতির ঐতিহ্য নজরুল-সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। ইসলাম ধর্মের ইতিহাস-ঐতিহ্য অত্যন্ত শিল্পীতরূপ লাভ করেছে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক মননে, যার প্রমাণ তাঁর...