অনুভূতি
গল্প তো শুধু গল্পই, কি হবে এত গল্প শুনে ।গল্প শুনে স্বপ্ন বানিয়ে আর যাই হোক পথ চলা যায় না ।তার চেয়ে এই ঢের ভাল, নিজের আকাশটাকে ঠিকমত চেনা ।কত তারা... এক একটা তারার গল্পেই তো শত যুগ পার হয়ে যাবে ।ভেতরের কাল বৈশাখীর সাথে লড়াই করতে করতেও তো শত আলোক বর্ষ পার হওয়া যায়, কি হয় অন্যের গল্পে হিল্লোল...