রবীন্দ্রনাথ ও নজরুল অনন্য প্রতিভা
বাংলা কাব্যে রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী কাউকে যদি বিবেচনা করতে হয়, তিনি কাজী নজরুল ইসলাম। একজন বিশ্বকবি,আরেকজন বিদ্রোহী কবি। সাড়া জাগানো অনন্য প্রতিভা।
রবীন্দ্রনাথ সম্পর্কে আধুনিক শুদ্ধতম কবি জীবনানন্দের ভাষায় :“ তার প্রতিভার কাছে কবিকে বিশ্বস্ত থাকতে হবে, হয়তো কোনো একদিন পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার সঙ্গে তার কবিতাবৃত্ত প্রয়োজন হবে সমস্ত চরাচরের সমস্ত জীবের হৃদয় মৃত্যুহীন স্বর্ণগর্ভ ফসলের খেতে বুননের জন্যে। “ একশ বছর...