গণ-অভ্যুত্থান ২০২৪ : সাহিত্য সংস্কৃতি ভাবনা
মানুষ প্রকৃতিগত আধিপত্যপ্রবণ। যুগ যুগান্তরব্যাপি যত্রতত্র এর উদাহরণ খুঁজে পাওয়া সম্ভব ।যা নানাভাবে নানা কৌশলে শোষকের শোষণ নিপীড়ন হিসেবে নেমে আসে । আধুনিক গণতান্ত্রিক সমাজের পুঁজিবাদী রাষ্ট্রে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ব্যক্তিচরিত্রের সীমাহীন বিকাশের পথ বেয়ে মারাত্মক হয়ে উঠে । একসময় যা ফ্যাসিজম এর অবরুদ্ধ অবস্থায় নিপতিত হয় । ফ্যাসিস্ট আত্মগত স্বার্থ চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে উঠে...