সাহিত্যসমাজে অবক্ষয়
কবি-সাহিত্যিকেরা কথাটা কোনভাবে গ্রহণ করবেন জানিনা; কিন্তু কথাটা ঠিক যে বিষবৃক্ষে ফল ধরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই আমাদের সমাজে এ বিষবৃক্ষ মহীরুহের আকার ধারণ করে। এর নাম অবক্ষয়।
এই বিষবৃক্ষের বিষফল মানুষের নৈতিক চেতনাকে ধ্বংস করে, মানুষকে পরিণত করে মনুষ্যত্ববিবর্জিত প্রাণীতে।
এরই প্রভাবে এদেশের কবি-সাহিত্যিকদের মহলে দেখা দিয়েছে অবক্ষয়, শুরু হয়েছে মানবিক গুণাবলির পঁচন।
মাত্র তিন চার দশককালের মধ্যেই সমগ্র সমাজ-শরীর পরিণত হয়েছে...